হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না আকিল

0
6

প্রতিদিনের ডেস্ক
এবারের আসরে প্রথম হ্যাটট্রিক পেলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ক্যারিবীয় বাঁহাতি স্পিনার আকিল হোসেইন শুক্রবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সর হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে টানা তিন বলে পেয়েছেন তিন উইকেট। আকিল শুধু এবারের আসরের প্রথম হ্যাটট্রিকম্যানই নন, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন। প্রথমে ব্যাটিং করা পেশোয়ার ইনিংসের ১৬তম ওভারে হ্যাটট্রিক করেন আকিল। সেটি ছিল তার কোটার শেষ ওভার। ওভারের দ্বিতীয় বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন আমের জামাল। পরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হন মেহরান মুমতাজ। চতুর্থ বলে স্লিপে ধরা পড়েন লুক উড। এর আগে পেশোয়ার অধিনায়ক বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেটটিও নেন আকিল। সবমিলিয়ে ৪ ওভারে ২৩ রানে ৪টি উইকেট শিকার করেন ক্যারিবীয় এই স্পিনার। পিএসএলে এটি ষষ্ঠ হ্যাটট্রিকের ঘটনা। আকিলের আগে এই টুর্নামেন্টে হ্যাটট্রিক করেছেন- মোহাম্মদ আমির (২০১৬), জুনাইদ খান (২০১৮), ইমরান তাহির (২০১৮), মোহাম্মদ সামি (২০১৯) ও আব্বাস আফ্রিদি (২০২৩)। তবে আকিলের হ্যাটট্রিক গেছে বিফলেই। তার দুর্দান্ত বোলিংয়ের পরও বাবর আজমের ফিফটিতে ভর করে ৮ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে পেশোয়ার। জবাবে ১৭.৫ ওভারে ১২০ রানেই গুটিয়ে যায় কোয়েটা, হারে ৭৬ রানের বড় ব্যবধানে।