লোহাগড়ায় মিথ্যা মামলায় ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

0
17

রেজাউল করিম, লোহাগড়া
লোহাগড়ার শিয়রবর গ্রামের ইসমাইল হোসেন জাহিদ মোল্যার দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শিয়রবর ইট ভাটা এলাকায় ভুক্তভোগী পরিবার ও ইউনিয়নের শতাধিক নারী পুরুষসহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন,ভুক্তভোগী ও শালনগর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকলাস মোল্যা, রোবায়েত মোল্যা,খন্দকার রেজওয়ান আলী মিঠু,আক্কাজ মিয়া, ইট ভাটার ম্যানেজার ছিরু মোল্যা, তিতাস সিকদার,রবিউল মোল্যাসহ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ইসমাইল হোসেন ওরফে জাহিদএকজন প্রতারক । এলাকার লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাধন নিয়ে ইট কাটে। ওই সব লোকজন ইট চাইলে আজ না কাল করে ঘুরাতে থাকে। লিজ নেওয়া জমির মালিক, ভাটার ম্যানেজার,জ্বালানী সরবরাহকারীদের টাকা না দিয়ে ঘুরাতে থাকে। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্কিরা শালিশ বৈঠক করতে গেলে তাদেরকে মিথ্যা মামলার আসামী করা হয়। ইট ভাটার মালিক ইসমাইল হোসেন জাহিদ বাদী হয়ে শিয়েরবর গ্রামের মাতুব্বর ইকলাস মোল্যাসহ ১১ জনের নামে লোহাগড়া থানায় ৪ লক্ষ ইট চুরি এবং ৩০ লক্ষ টাকা চাঁদার কথা উল্লেক করে একটি মিথ্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০ তারিখ ১১/০৩/২৪ ইং।)ইট ভাটার ম্যানেজার ছিরু মোল্যা,রবিউল ইসলাম বলেন ,ইট ভাটা থেকে আজ পষর্ন্ত কোন ইট চুরি হয়নি। ইসমাইল হোসেন ওরফে জাহিদ একজন প্রতারক।তিনি মানুষের পাওনা টাকা না দিয়ে ১১জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় জানান, মামলাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।