চুয়াডাঙ্গায় রমজানে অর্ধেক দামে পণ্য বিক্রি করছে পুনাক

0
6

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রান্তিক নারীদের মাঝে অর্ধেক দামে পণ্য বিক্রি উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুলিশ লাইনের সামনে সপ্তাহব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস জানান, রমজানে প্রান্তিক নারীদের মাঝে সপ্তাহব্যাপী ১০ রকমের পণ্য বিক্রয় করা হবে বাজার মূল্যের অর্ধেক দামে। প্রথম দিনে ১০৫ জন প্রান্তিক নারীদের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। সোমবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে এসব পণ্য বিক্রয়। এ সময়ের মধ্যে যতজন প্রান্তিক নারী পণ্য ক্রয় করতে আসবেন সবাই সাশ্রয় মূল্যে পণ্য কিনতে পারবেন। ক্রেতারা চাউল ২৫ টাকা, ডাল ৪০ টাকা, তৈল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেঁয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা ও খেজুর ৮৫ টাকা কেজি দরে নিতে পারবেন। রোববার (১৭ মার্চ) এই কর্মসূচি উদ্বোধনের সময় পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, পুনাকের সাধারণ সম্পাদক জোবাইদা আক্তার, পুলিশ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. হুমায়রা আক্তার, পুলিশের বিশেষ শাখার (ডিআই-১) ইন্সপেক্টর আবু জিহাদ খান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।