চৌগাছার শিশু শিক্ষার্থীকে মারপিট কয়রা হাফিজিয়া মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

0
11

নিজস্ব প্রতিবেদক
হাফিজিয়া মাদরাসার শিশু শিক্ষার্থীকে বেতের লাঠি দিয়ে বেড়ক পেটানোর ভিডিও এখন টক অব দ্য যশোর। নির্যাতিত শিক্ষার্থী সোহানুর রহমান সাজিদকে লাথি-চড়-থাপ্পর ও বেতের লাঠি দিয়ে পিটিয়ে ধরাশায়ী করেন শিক্ষক আখতারুজ্জামান। ঘটনাটি যশোরের সীমান্ত উপজেলা চৌগাছার কয়ারপাড়া হাফেজিয়া মাদরাসায়। ঘটনাটি ঘটে বুধবার রাতে। তবে পুলিশ তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার ২৮ মার্চ রাতে। হুজুরের মোবাইল ফোনে এসএমএস দেখেছে সাজিদ-এই সন্দেহ থেকে তাকে পেটান শিক্ষক আখতারুজ্জামান। শিশুটিকে মাদরাসা শিক্ষক একের পর এক বেত্রাঘাত করছেন। চড়-থাপ্পর ও লাথিও মারছেন। এ সময় শিশুটি বারবার শিক্ষকের পা জড়িয়ে ধরে না মারার আকুতি করছে। ভুক্তভোগী ১৩ বছর বয়সী সোহানুর রহমান সাজিদের দাবি, মোবাইল ফোনে এসএমএস দেখেছি সন্দেহ করে হুজুর আমার ওপর ক্ষিপ্ত হয়ে পিটিয়ে জখম করেছেন। পৈশাচিক ও লৌমহর্ষক এ ঘটনার ভিডিও কে বা কারা সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে ফুঁসে উঠেন শিশুটির পরিবারসহ স্থানীয়রা। পরিস্থিতি ক্রমাগতভাবে উত্তপ্ত হচ্ছে বুঝে পুলিশ তাকে গ্রেফতার করে। সাজিদের বাবা আলী আকবর জানান, নির্মমভাবে নির্যাতনের কারনে ছেলের শরীরের বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছে। বিষয়টি মেনে নেয়া কঠিন হচ্ছে। বাবা হিসেবে মানতে পারছি না। ওই হুজুরকে একইভাবে পেটাতে পারলে গায়ের যন্ত্রণা কিছুটা হলেও কমতো। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্যাতিত শিক্ষার্থীর বাবা মামলা করেছেন। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।