কিউইদের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বললেন আফ্রিদি

0
3

প্রতিদিনের ডেস্ক
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাবর আজমের দলের এই হারের জন্য ব্যাটারদের দায়ী করছেন শহিদ আফ্রিদি। দেশটির সাবেক অধিনায়কের মতে, এই সংস্করণে স্ট্রাইক রেটের দিকে বেশি মনোযোগ দিতে হবে ব্যাটারদের। ঘরের মাঠেও ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হচ্ছেন। যা দলের জন্য আশঙ্কার বলে মনে করেন আফ্রিদি। তার মতে বড় রানের দিকে মনোযোগ দেওয়া উচিত। রাওয়ালপিন্ডির উইকেটে অন্তত ২২০ রানের আশে-পাশে করা উচিত। আফ্রিদি বলেন, ‘চমৎকার ব্যাটিং উইকেটে আমরা যথেষ্ট রান করতে পারিনি। পুঁজি হওয়া উচিত ছিল ২২০ এর আশেপাশে। শাদাব দারুণ খেলেছে। এই কন্ডিশন ও উইকেটে বাকি ব্যাটসম্যানদের উচিত ছিল আরও ভালো স্ট্রাইক রেটে মনোযোগ দেওয়া। বাকি ম্যাচগুলোর জন্য শুভকামনা।’ নিউ জিল্যান্ডের দারুণ এই জয়ের নায়ক মার্ক চাপম্যান। ৪২ বলে ৮৭ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। পাকিস্তানের তারকা অলরাউন্ডার আফ্রিদি বললেন, চাপম্যানের ইনিংসটি দারুণ এক শিক্ষা। তিনি বলেন, ‘চাপম্যানের ইনিংসটি দুর্দান্ত ছিল। কীভাবে ম্যাচ শেষ করতে হয়, এটি তার একটি দারুণ শিক্ষা।’ পাঁচ ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। সিরিজের শেষ দুই ম্যাচ লাহোরে, আগামী বৃহস্পতি ও শনিবার।