মুস্তাফিজকে ছাড়া যেমন হতে পারে চেন্নাইয়ের একাদশ

0
12

প্রতিদিনের ডেস্ক
পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে প্লে-অফের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে চেন্নাই সুপার কিংস। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ রুতুরাজ গায়কোয়াড়দের সামনে। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে আসন্ন ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই ইয়েলো আর্মিদের। পাঞ্জাবের বিপক্ষে ধর্মশালায় চেন্নাইয়ের আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা ব্যাকফুটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একদিকে অস্বস্তির এক রেকর্ড তাড়া করছে চেন্নাইকে। আইপিএলে টানা পাঁচ সাক্ষাতে চেন্নাইকে হারিয়েছে পাঞ্জাব। এর আগে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাইকে টানা পাঁচ ম্যাচে হারানোর রেকর্ড ছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। অন্যদিকে, দলের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে দেশের ডাকে আইপিএল ছেড়েছেন। এ ছাড়া মাথিশা পাথিরানারও আজকের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। যদিও শোনা যাচ্ছে, আজ খেলতে পারেন পাথিরানা। চেন্নাই আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে খেলে হেরেছিল। যেখানে এক মেইডেনসহ দুর্দান্ত চার ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। কোনো উইকেট না পেলেও, ৪ ওভারে তিনি ২২ রান খরচ করেন। কিন্তু চোটের কারণে ওই ম্যাচটিতে ছিলেন না পেস আক্রমণের অন্যতম ভরসা পাথিরানা ও তুষার দেশপান্ডে। মাত্র দুই বল করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীপক চাহারকেও মাঠ ছাড়তে হয়েছিল। এরপর তার পুরো আইপিএলই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে কম্বিনেশন মেলানোয় হিমশিম খেতে হচ্ছে চেন্নাইকে।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ড্যারিল মিচেল, শিবাম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, শার্দুল ঠাকুর, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা ও মুকেশ চৌধুরী।