নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর আগমনকে স্বাগত জানিয়ে যশোরে জেলা যুবদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে মিছিলটি যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি এমকে রোড, চৌরাস্তা মোড় ও আরএন রোড প্রদক্ষিণ করে নগরীর মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শুভেচ্ছা মিছিলে জেলা যুবদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতীক। তাঁর নেতৃত্বেই আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।” জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, “যুব সমাজ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে।” মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান। স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোর শহরের প্রধান সড়কগুলো। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

