সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় (পাঁজা) অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষ্ণনগর এলাকায় দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসা ইটভাটাটি পরিবেশ আইন ও ভাটা পরিচালনার নীতিমালা লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “পরিবেশ বিধিমালা অনুসরণ না করে যারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, অবৈধ ইটভাটা এলাকার কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন।

