১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা আদায়

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় (পাঁজা) অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষ্ণনগর এলাকায় দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হয়ে আসা ইটভাটাটি পরিবেশ আইন ও ভাটা পরিচালনার নীতিমালা লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “পরিবেশ বিধিমালা অনুসরণ না করে যারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। উল্লেখ্য, অবৈধ ইটভাটা এলাকার কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়