নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার মশরহাটি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের কর্মকর্তারা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সুমন খাঁ (৩৯)। তিনি মশরহাটি এলাকার মৃত আহম্মদ খাঁ ও মৃত হাসিনা খাতুনের পুত্র। অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

