১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

এবার মালদ্বীপ উপকূলে ইসরাইলি ট্যাঙ্কারে ড্রোন হামলা

প্রতিদিনের ডেস্ক
মালদ্বীপের উপকূলে ইসরাইলের মালিকানাধীন দুটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবারে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর জর্ডান নিউজ ও মেহের নিউজের। বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে জাহাজ দুটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা হয়। জর্ডান নিউজ বলেছে, এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে দুই হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলা শিকার হলো। হামলার পর দুটি জাহাজই তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়, কারণ ড্রোন হামলায় জাহাজ দুটির বড় রকমের ক্ষতি হয়েছে। এছাড়া আবারো হামলার আশংকা ছিল। হামলার ব্যাপারে ইসরাইলের কর্মকর্তারা এখনো কোন মন্তব্য করেননি। গত ৭ই অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য সমর্থন দেয় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার। এ পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনী ইসরাইলের বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এবং আটক করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়