কোটচাঁদপুরে দুই মটর সাইকেলের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত

0
6

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
বোনকে বাঁচাতে স্বাস্থ্য কমপ্লেক্সে যাবার পথে কোটচাঁদপুরে দুই মটর সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৫ জন। শনিবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ডে এলাকায়।  ভুক্তভোগী প্রসিত বিশ্বাস আর হৃদয় বিশ্বাস বলেন,শনিবার রাত তখন ৮ টা বাজে। ওই সময় মটর সাইকেল যোগে আমরা হাকিমপুর আমাদের বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে কালিগঞ্জের দিক থেকে আসা একটি মটর সাইকেল আমার ধাক্কা দেন। এতে করে দুই মটর সাইকেলের ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহরা হলেন,কোটচাঁদপুর কাঠালিয়ার নাঈম হোসেন ও সাদিয়া খাতুন, জালিয়া শিকদার কান্দি শরিয়তপুরের আব্দুর রহিম,চৌগাছা হাকিমপুরের প্রসিত বিশ্বাস আর হৃদয় বিশ্বাস। এদের মধ্যে নাঈম হোসেন ও আব্দুর রহিম কে যশোর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক। আর সাদিয়াকে ভর্তি রেখেছেন কোটচাঁদপুর হাসপাতালে। বাকিরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে গেছেন বলে জানিয়েছেন স্বজনরা। এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন,ওই ঘটনায় ৫ জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।এদের মধ্যে একটা ছিল বিষ খাওয়া রোগী। আর বাকি ৪ জন মটর সাইকেল দূর্ঘটনায় আহত হন। এদের মধ্যে দুই জন যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে সাদিয়াকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন, ঘটনাটি শোনার হাসপাতালে পুলিশ গিয়ে ছিল। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত কেই কোন অভিযোগ করেনি।