চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ সুমার মৃত্যু

0
14

সোহাগ আলী, কালীগঞ্জ
যে আগুনে দগ্ধ হয়ে ২২ দিন চিকিৎসা শেষে অকালে প্রাণ হারালেন সুমা ব্যানার্জি (৩৫)। আগুন লেগে সুমার শরীরে ২২ শতাংশ অগ্নিদগ্ধ প্রাইমারি স্কুল শিক্ষক সুমা ব্যানার্জি। ৭ মাস আগে কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখার জেনারেটর বাস্ট হয়ে আগুনে আটকে পড়েন চতুর্থ তলার ভাড়াটিয়া সোমা ব্যানার্জি। ফায়ার সার্ভিস কর্মীদের সুমাকে ইদ্ধার করে। প্রথমে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে যশোরে রেফার্ড করেন চিকিৎসক। ওই রাতেই তাকে নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ২৫ তারিখ সকালে তার মরদেহ কালীগঞ্জের কাষ্টভাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে আনা হয়। কাষ্টভাঙ্গা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সুমা ব্যানার্জি কালীগঞ্জ উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী সুব্রত রায় চৌধুরী শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এই দম্পতির দেবান্ত রায় চৌধুরী নামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছেলে ও অনুষ্কা রায় চৌধুরী নামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক কন্যা সন্তান রয়েছে।