ভারতের ‘তোপ থেকে বাঁচতে’ সিরিজে থাকছেন না সেই আম্পায়ার!

0
8

প্রতিদিনের ডেস্ক
দুয়েক দিন পরই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। আগামী ২৮ এপ্রিল থেকে প্রথমবারের মতো দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ঘরের মাঠের সিরিজ, অথচ সাম্প্রতিক সময়ে দেশের আম্পায়ারিংয়ে নিয়মিত মুখ তানভীর আহমেদ থাকছেন না এবার। কারণটাও হয়তো অনুমান করা যায়, এর আগে দু’দলের মুখোমুখি দেখায় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকে দেওয়া তার একটি আউট নিয়ে বিতর্ক হয়েছিল। তবে ক্রিকেট ম্যাচে বিতর্ক তো থাকেই, তাই বলে কোনো আম্পায়ার পুরো সিরিজ থেকে বাদ পড়বেন? তেমন নজিরই দেখা যেতে পারে নিগার সুলতানা জ্যোতিদের আসন্ন সিরিজটিতে। নাম প্রকাশ না করে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ নিয়ে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। যেখানে তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের ‘টার্গেট’ হওয়া থেকে বাঁচাতে তানভীরকে এই সিরিজের আম্পায়ারিংয়ে রাখা হচ্ছে না! বিসিবির ওই কর্মকর্তা জানান, ‘আমি মনে করি আসন্ন সিরিজে যদি তাকে (তানভীর) রাখা হয়, তাহলে তিনি ভারতীয় ক্রিকেটারদের টার্গেটে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা তেমনটা চাই না এবং সে কারণে তাকে বাংলাদেশ-ভারত মেয়েদের সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরবর্তীতে ৩ মে থেকে শুরু হবে এই সিরিজ। এরপর ৫, ৭, ১০ ও ১২ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। এর আগে ২৮ এপ্রিল থেকে জ্যোতিরা নামবেন ভারতীয় মেয়েদের বিপক্ষে। পরবর্তীতে ৩০ এপ্রিল এবং ২, ৬ ও ৯ মে হারমানপ্রীতরা বাংলাদেশের মোকাবিলা করবে।