চেন্নাইয়ের হারের যে কারণ বললেন গায়কোয়াড়

0
6

প্রতিদিনের ডেস্ক
লখনৌ সুপার জায়ান্টকে ২১০ রানের পুঁজিতে আটকে পারলো না চেন্নাই সুপার কিংস (সিএসকে)। চেন্নাইয়ের দেওয়া সেই লক্ষ্য লখনৌ টপকে গেছে ৬ উইকেট আর ৩ বল হাতে রেখেই। চলতি মৌসুমে এটি চেন্নাইয়ের চতুর্থ হার। আর লখনৌর বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হারলো মোস্তাফিজুর রহমানের দল। ম্যাচ শেষে দলের হারের কারণ ব্যাখ্যা করেছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এক্ষেত্রে মাঠে অতিরিক্ত শিশিরকে দায়ী করেছেন তিনি। গায়কোয়াড় মনে করেন, অতিরিক্ত শিশির থাকার কারণে স্পিনাররা ভালো করতে পারেননি। অর্থাৎ স্পিনারদের চেন্নাই ভালোমতো কাজে লাগাতে পারেননি। নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইয়ের দুই স্পিনার মঈন আলি ও রবীন্দ্র জাদেজা ২ ওভার করে মোট ৪ ওভার বোলিং করে খরচ করেছেন ৩৬ রান। তাদের দিয়ে বাকি ৪ ওভার বোলিং করানোর সুযোগ থাকলেও পিচের কন্ডিশন বিবেচনায় বল করায়নি চেন্নাই। ফলে চাপ পড়েছে পেসারদের উপর। চেন্নাইয়ের হয়ে অপরাজিত ১০৮ রান করা গায়কোয়াড় বলেন, ‘এই হার গিলতে পারাটা কঠিন। কিন্তু ক্রিকেটের ভালো একটি ম্যাচ ছিল। লখনৌ শেষ দিকে সত্যিই ভালো খেলেছে। ১৩-১৪তম ওভার পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ ছিল। কিন্তু এরপর স্টয়নিস ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে দুর্দান্ত খেলেছে।’ গায়কোয়াড় বলেন, ‘শিশির একটি ভূমিকা পালন করেছে। আমি মনে করি, সেখানে অনেক বেশি শিশির ছিল এবং আমাদের স্পিনারদের ম্যাচের বাইরে নিয়ে গেছে। শিশির না থাকলে আমরা খেলার মাঝের দিকটি নিয়ন্ত্রণ করতে পারতাম এবং খেলাটিকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারতাম। এটা ক্রিকেটের অংশ। আপনি সত্যিই অ-নিয়ন্ত্রিত কোনোকিছুকে পরিবর্তন করতে পারবেন না। টুর্নামেন্টে এখনো অনেক পথ বাকি রয়েছে।’ গায়কোয়াড়ের অপরাজিত ১০৮ আর শিবম দুবের ২৭ বলে ৬৬ রানের সুবাদে চেন্নাইয়ের তোলা ২১০ রানের পুঁজি যথেষ্ট ছিল কিনা, এমন প্রশ্নে গায়কোয়াড় বলেন, ‘প্রথমে ব্যাটিং করে আমরা এর বেশি কিছু করতে পারতাম না। সত্যি বলতে, আমি কখনই ভাবিনি যে এটি যথেষ্ট ছিল।’ চেন্নাই অধিনায়ক আরও বলেন, ‘গত কয়েকটি অনুশীলন সেশনে আমরা যে ধরনের শিশির দেখেছি, গতকালও তেমনটি ছিল। আমি জানতাম যে, এটি (ম্যাচ) শেষ ওভারে নামবে কিন্তু তাদের কৃতিত্ব যে, তারা সত্যিই ব্যাটিং করেছে।’