‘মুম্বাইয়ে বেশি দিন খেললে মাথা খারাপ হয়ে যাবে’

0
5

প্রতিদিনের ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। মাঠে একের পর এক ম্যাচ হারছেন হার্দিক পান্ডিয়ারা। মাঠের বাইরেও বিতর্কে জড়াচ্ছেন তিনি। প্রতিনিয়তই নতুন নতুন বিতর্ক দেখা দিচ্ছে দলটার সামনে। এ বার মুখ খুললেন ছয়বার আইপিএল জেতা ক্রিকেটার অম্বাতি রাইডু। মুম্বাইয়ের হয়ে আট বছর আইপিএল খেলেছেন রাইডু। এর পরে চেন্নাইয়ের হয়েও খেলেছেন তিনি। দু’টি দলের হয়েই আইপিএল জিতেছেন। কিন্তু দুই দলে খেলার সংস্কৃতি যে সম্পূর্ণ আলাদা তা জানিয়েছেন তিনি।
সম্প্রচারকারী চ্যানেলে রাইডু বলেন, ‘চেন্নাই প্রসেসের দিকে বেশি নজর দেয়। ওরা খেলার পরে সেই খেলা নিয়ে বিশ্লেষণ করতে বসে না। খেলার ফলের উপর নির্ভর করে ওখানে কিছু হয় না। মুম্বাই কিছুটা আলাদা। ওরা জিততে চায়। জয়ের বাইরে কিছু ভাবে না। ওটাই ওদের সংস্কৃতি। না জিতলে মুম্বাইয়ের ড্রেসংরুমের পরিবেশ অন্য রকম হয়ে যায়।’ দুদলের পার্থক্য করলে চেন্নাইয়ে খেলার পরিবেশ অনেক ভালো বলে জানিয়েছেন রাইডু। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘দুই দলের সংস্কৃতি আলাদা। তবে দুটো দলই আইপিএলে সফল। আমাকে বিচার করতে বললে আমি চেন্নাইকে এগিয়ে রাখব। মুম্বাইয়ে বেশি দিন খেললে মাথা খারাপ হয়ে যাবে।’ ফর্মে না থাকলে মুম্বাইয়ের প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন। দলের ম্যানেজমেন্ট নাম নয়, একমাত্র সাফল্য বিচার করে বলে জানিয়েছেন রাইডু। তিনি বলেন, ‘আমি মুম্বাইয়ের হয়ে খেলার সময় অনেক উন্নতি করেছি। আসলে ম্যাচ জেতাতে না পারলে ওখানে অজুহাত দেওয়া যায় না। দিন শেষে আপনাকে খেলতে হবে। মুম্বাইয়ের হয়ে দীর্ঘ দিন খেলতে হলে আপনাকে নিজেকেই উন্নতি করতে হবে। অন্য দিকে চেন্নাই একজন ক্রিকেটারের মান আরও ভালো করার দিকে নজর দেয়। ওরাই আপনাকে উন্নত করে দেবে।’