নড়াইলে বৃষ্টির জন্য ইস্তিস্কারের নামাজ আদায়

0
8

রেজাউল করিম, লোহাগড়া
দেশে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। টানা প্রায় অর্ধমাস অসহনীয় গরম, সেই সঙ্গে ভোগান্তিরও কমতি নেই। দুর্ভোগ কমাতে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে নামাজ পড়েছেন নড়াইল জেলার মুসল্লিরা। বৃহস্পতিবার দুপুরে নড়াইল পৌরসভার বাগবাড়ি মাঠে স্থানীয় মানুষের উদ্যোগে বৃষ্টির জন্য ইস্তিস্কারের বিশেষ নামাজ আদায় করা হয়। এ সময় নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাতও করা হয়। এ নামাজে ইমামতি করেন,বাগেরহাট জেলার আমতলী কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা বাইজিদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মেসকাত হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলামসহ প্রায় তিনশাধিক মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতের সময় মুসল্লিরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা।