ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আ.লীগের প্রার্থী নায়েব আলী জোয়ার্দার

0
15

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য। শনিবার (৪ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় কমিটির এক সভায় নায়েব আলীকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে গণভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের জানান, আমাদের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার।সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। ১৬ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাইয়ের মৃত্যুতে ঝিনাইদহ-১ আসন শূন্য হয়। এই আসনে উপনির্বাচন হবে আগামী ৫ জুন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে এরই মধ্যে এই আসন থেকে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।৭ জানুয়ারি ভোটের পর লিভার সিরোসিস ও ফুসফুসে নিউমোনিয়া নিয়ে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আবদুল হাই। এরপর গত ১৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হন। বেশ কিছুদিন লাইভ সাপোর্টে থাকার পর তিনি মারা যান।