৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

১১ দিনেই অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

প্রতিদিনের ডেস্ক
অ্যাডিলেড ওভালে সিরিজের তৃতীয় টেস্টে ৮২ রানের বিশাল ব্যবধানে হেরে অ্যাশেজ সিরিজ খোয়াল ইংল্যান্ড। অন্যদিকে মাত্র ১১ দিনেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ট্রফি নিজেদের কাছে রাখা নিশ্চিত করল স্বাগতিক অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল লড়াই করা, কিন্তু অজি পেসারদের তোপে তা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে খেলা ৪০ মিনিট বন্ধ থাকা এবং নাথান লায়নের ইনজুরি কিছুটা সময়ক্ষেপণ করলেও জেমি স্মিথ (৬০) ও উইল জ্যাকসের (৪৭) প্রতিরোধ পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। মিচেল স্টার্কের বলে মার্নাস লাবুশেনের দর্শনীয় ক্যাচে জ্যাকস বিদায় নিলে জয়ের পথ পরিষ্কার হয়ে যায় অস্ট্রেলিয়ার। শেষ পর্যন্ত ৩৫২ রানে অলআউট হয় ইংল্যান্ড। এর ফলে গত ১৪ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিততে না পারার আক্ষেপ আরও দীর্ঘ হলো ইংলিশদের জন্য। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের আক্রমণাত্মক ‘বাজবল’ কৌশল নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। মাত্র ১১ দিনে অ্যাশেজ বিসর্জন দেওয়ায় এখন কোচ ম্যাককালাম, অধিনায়ক স্টোকস এবং ক্রিকেট ডিরেক্টর রব কি-র ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন হোয়াইটওয়াশ এড়াতে মেলবোর্ন ও সিডনি টেস্টে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ ইংল্যান্ডের সামনে। অধিনায়ক প্যাট কামিন্স প্রথম দুই টেস্টে ছিলেন না, চোটের কারণে পুরো সিরিজে নেই জশ হ্যাজেলউড, এমনকি এই ম্যাচে স্টিভ স্মিথকেও পায়নি অস্ট্রেলিয়া। এত প্রতিকূলতার মাঝেও অজিরা প্রমাণ করেছে ঘরের মাঠে তারা কতটা অপ্রতিরোধ্য। ট্রাভিস হেডের ১৭০ এবং অ্যালেক্স ক্যারের সেঞ্চুরি ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ২০১১ সালের পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের জয়হীন যাত্রা এখন ১৮ ম্যাচে গিয়ে ঠেকল। ২০২৭ সালে ইংল্যান্ডে পরবর্তী অ্যাশেজ হওয়ার আগ পর্যন্ত এই ট্রফি অজিদের শোকেসেই থাকছে। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৩৭১ (অ্যালেক্স ক্যারি ১০৬; জফরা আর্চার ৫-৫৩) ও ৩৪৯ (ট্রাভিস হেড ১৭০; জশ টাং ৪-৭০)ঃ ইংল্যান্ড: ২৮৬ (বেন স্টোকস ৮৩; স্কট বোল্যান্ড ৩-৪৫) ও ৩৫২ (জ্যাক ক্রলি ৮৫; প্যাট কামিন্স ৩-৪৮)ঃ ফল: অস্ট্রেলিয়া ৮২ রানে জয়ী। সিরিজ: ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে এগিয়ে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়