২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঋণ দিতে এসে ‘পাঁচ ব্যাংকের চেয়ারম্যান ও তিন গ্রুপের এমডি’ আটক

প্রতিদিনের ডেস্ক
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ নাসিম রুবেল (৫৪) ও জহির উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জাবেদ নিজেকে পূবালী, রূপালী, ডাচ্ বাংলা, মার্কেন্টাইল, ব্র্যাক ব্যাংক ও থ্রি-ডি গ্রুপের চেয়ারম্যান, সিটি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা চালান। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট, স্টিকার, ঋণ প্রদানের ফরম ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে এওজবালিয়া ইউনিয়নের করমূল্যা বাজার থেকে তাদের আটক করা হয়। তারা হচ্ছেন, কুমিল্লা জেলার বাঙ্গারা থানার পীর কাশিমপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে জাবেদ নাসিম রুবেল ও ঢাকার ডেমরা থানার পূর্বপাড়া রুস্তম আলী হাই স্কুল রোড এলাকার শামছুদ্দিনের ছেলে জহির উদ্দিন।
জানা গেছে, গত দুই বছরের বেশি সময় ধরে রুবেল ও জহির দেশের বিভিন্ন স্থানে সাধারণ লোকজনকে প্রথমে টার্গেট করতেন। পরে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ/কোটি টাকার ব্যাংক ঋণ (লোন) নিয়ে দেবেন বলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। ঋণের ফরম পূরণের জন্য প্রথমে ফরম প্রতি ৩২০০ টাকা নিতেন। পরে বিভিন্ন কাগজপত্রের কথা বলে আরও টাকা হাতিয়ে নেন। এলাকা ভিত্তিক কয়েশ লোকের কাছ থেকে ফরম পূরণ ও টাকা নিয়ে একসময় উধাও হতেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা ট্রেনযোগে নোয়াখালীর করমূল্যা বাজারে আসে। সেখানে কয়েকজনের কাছ থেকে ফরমও পূরণ করে নেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসায় তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে। বাংলাদেশ ব্যাংকের ইইএফ, বাড়ি, গাড়ি, ফ্ল্যাটসহ বিভিন্ন ধরনের ঋণের জন্য মানুষের কাছ থেকে ফরম নিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে বলেও স্বীকার করেছেন তারা।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, চক্রটি বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ চক্রের দুই জনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এ ধরনের প্রতারক থেকে সাধারণ লোকজনকে সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়